সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে মৈত্রী উৎসব   

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে মৈত্রী উৎসব   

ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রেস ক্লাবের ৪০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও বছরব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

কসবা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়ার  মুক্তার। অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি  সম্মেলন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. রাধাকান্ত সরকার। 

বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরমেয়র এম জি হাকান্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান  আব্দুল আজিজ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও কুটি ইউপি চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান স্বপন ও ভারতের সাংবাদিক ও কণ্ঠ শিল্পী  ডক্টর শিবানী দাস। 

সন্ধ্যায় দুই দেশে শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে চিত্র অংকন প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টিএইচ